উপজেলার ৪০ নং পাটুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান ভূইয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অপমান কর আচরণ ও বক্তব্য দেয়ায় বেলাব থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পাটুলী গ্রামের মোঃ জাহেদ আলী নামক এক ব্যাক্তি অত্র অভিযোগটি দায়ের করেছেন। বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল আলম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান অভিযোগটি সরাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন স্বাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। দায়েরকৃত অভিযোগ ও উপস্থিত লোকজনের নিকট থেকে জানা গেছে গত ১৮ অক্টোবর রোববার বিকাল ৫টায় পাটুলী মোড় বাজারে জনৈক হোসেন আলীর চায়ের দোকানে টেলিভিশনে সংবাদ চলাকালীন সময়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় উক্ত শিক্ষক তাঁর ছবির প্রতি অশালীন আচরণ ও আপত্তিকর বক্তব্য দিয়ে এক পর্যায়ে পায়ের জুতা খুলে ছুড়ে মারে। এসময় উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে উঠলে তিনি কৌশলে পালিয়ে যান। ঘটনার দু’দিন পর অত্র অভিযোগটি দায়ের করা হল। এদিকে বেলাব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শামসুল হকের কাছে একই ব্যক্তি পৃথকভাবে অনুরূপ আরেকটি অভিযোগ দায়ের করেছে। তিনিও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে ঘটনা সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এব্যাপারে অভিযুক্ত শিক্ষক মনিরুজ্জামান ভূইয়ার সাথে আলাপ হলে তিনি বলেন অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন। পরিকল্পিতভাবে স্থানীয় একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য ঘটনাটি সাজিয়েছেন। এব্যাপারে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বেলাবতে প্রধানমন্ত্রীর প্রতি অশালীন আচরণের জন্য শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ।
