মুক্ত হল ড্রোনের আকাশ

07bb71a2xf6c4x4

ওয়াশিংটন:

আমেরিকায় এবার ড্রোন উড়বে অবাধে। এতদিন ছিল অনেক বাধানিষেধ। যে সব সংস্থা পণ্য পৌঁছে দেওয়ার জন্য ছোট আকারের ড্রোন ব্যবহার করত, তাদেরও প্রয়োজন হত পাইলট লাইসেন্স। তার জন্য আবেদন করতে হত ফেডেরাল অ্যাভিয়েশন অথরিটির কাছে। গোটা পদ্ধতিটাই ছিল সময় এবং খরচ সাপেক্ষ। এবছর আগষ্ট থেকে বাণিজ্যিক ড্রোনের জন্যে নিয়ম অনেক সহজ হচ্ছে। কিছু শর্ত মানতে হবে। যে ড্রোন নিয়ন্ত্রন করবে, তার বয়স হতে হবে ১৬ বছরের বেশি। তাঁকে দু’‌বছরে একবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে। ড্রোন মাটি থেকে ৪০০ ফুটের বেশি উঁচুতে ওঠা যাবে না। ওড়াতে হবে দিনের বেলা। যথেষ্ট আলোর ব্যবস্থা থাকলে তবেই রাতে উড়তে দেওয়া হবে। ড্রোনের ওজন হতে হবে ৫৫ পাউন্ডের মধ্যে। অ্যামাজন, ওয়ালমার্টের মত সংস্থা স্বাগত জানিয়েছে এই নতুন নিয়মকে, যা তাদের ডেলিভারি আরও সহজ এবং দ্রুত করে তুলবে।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *