প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত করেন মন্ত্রীসভায় নিয়মিত বৈঠকে সচিবালয়ে গতকাল সোমবার।

hasina

মন্ত্রীসভায় নিয়মিত বৈঠক গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত করেন।

বৈঠকে মন্ত্রনালয় ও বিভাগ সমুহের ২০১৪-১৫ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মোশারফ হোসেন সাংবাদিকদের জানান মাথাপিছু জাতিয় আয় ও বৈদেশিক মুদ্রা রিজাব, আমদানী রপ্তানি রেমিটেন্ড সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমান এবং রাজস্ব আদায়ে লক্ষমাত্রা ও পরিমান বাড়ায় মন্ত্রীসভা সন্তোষ প্রকাশ করেছে। পেশ হওয়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচী মেয়াদ ১ বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয় বৈঠকে। আগের জেলাভিত্তিক এই কর্মসূচীকে বর্তমানে উপজেলা ভিত্তিক করা হয়েছে। ২০টি নতুন উপজেলায় ১৫০০ করে অতি দরিদ্র মানুষকে এই কর্মসূচীর আওতায় আনা হবে বলে জানান মন্ত্রীপরিষদ সচিব। তিনি আরও জানান রাজধানীর যানজট নিরসনে সরকার ২০১৪ সাল এর পরিবর্তে ২০১৯ সাল এর মধ্যে মেট্রোরেল প্রকল্প-এ মাটির লাইন ৬ এর প্রথম পর্যায়ে নির্মাণ কাজ সম্পূর্ণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশ নির্মাণ সম্পূর্ণ করা হবে। নির্ধারিত ৫ বছর আগে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *