প্রধানমন্ত্রী পদ্মাসেতুর মূল কাজ ও নদী শাসন কার্যক্রমের উদ্বোধন করেছেন

Bangladeshi+Prime+Minister+Visits+Germany+xEv7gUtvZAxl

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সেই জাতি, যে জাতি সম্পর্কে জাতির পিতা বলেছিলেন, ‘কেউ দাবায়া রাখতে পারবা না’, আজকে সেটি প্রমাণিত হয়েছে শনিবার শরীয়তপুরের সেতুর জাজিরা পয়েন্টে নদী শাসন কাজের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিনি এই কথা বলেনশেখ হাসিনা বলেছেন, পদ্মাসেতু নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল সেটি ষড়যন্ত্রই একটি অংশ দেশিবিদেশি কোনো ষড়যন্ত্রই পদ্মা সেতুর কাজ বন্ধ করতে পারেনি এখন পর্যন্ত কেউ ষড়যন্ত্রের বিষয়টি প্রমাণ করতে পারেনিপ্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির অভিযোগ তুলে পদ্মাসেতুর অর্থায়নে বিশ্বব্যাংক আমাদের নানা শর্ত জুড়ে দিয়েছিল আমি এটি চ্যালেঞ্জ করি তিনি বলেন, বড় কাজ করতে গেলে হাত পাততে হবে এই মানসিকতা ভাঙতেই নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছিলাম

আমি চেয়েছিলাম, আমরা পারি, আমরা তা দেখাব। বাংলাদেশের মানুষের কাছ আমি অনেক বেশি সাড়া পেয়েছি। আজ আমরা সেই দিনটিতে এসে পৌঁছেছি

 শেখ হাসিনা বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে একদিকে দক্ষিণ অঞ্চলের অবহেলিত মানুষের জীবনমানের উন্নতি হবে, অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ইকবাল সোবহান চৌধুরী, সেনা প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সুধী সমাবেশে উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *