ময়মনসিংহ পুলিশের বিশেষ শাখার ওয়াচার আনিসুর রহমান
সরকারি দায়িত্ব পালনকালে কতিপয় সন্ত্রাসী কর্তৃক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বেদরক প্রহরকালে ময়মনসিংহ রিপোটার ক্লাবের সাধারণ সম্পাদক ও অপরাধ সংবাদ ডট কম এর সম্পাদক ও পরিচালক রফিক খাইরুল বাঁচাতে গিয়ে সন্ত্রাসী কর্তৃক নির্মম ভাবে প্রহরীত হয়েছেন। আহত রফিক খাইরুল সহ পুলিশের ওয়াচার উক্ত হাসপাতালে ৭নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
আহত সাংবাদিককে দৈনিক শাশ্বত বাংলার সম্পাদক আজগর হোসেন রবিন সহ অনেকেই দেখতে যান। উপিস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন, দৈনিক শ্বাশ্বত বাংলার বার্তা সম্পাদক বদরুল আমীন, ফটোগ্রাফার ও সাংবাদিক সোরহাব উদ্দ্নি, আমিরুল ইসলাম হীরা, হাবিবুর রহমান, নাজমুল হুদা মানিক, দৈনিক অগ্নিশিখার প্রধান সম্পাদক, দৈনিক সূর্যদয়ের ময়মনসিংহ ব্যুরো মো: মোখলেছুর রহমান, সহ আরো অনেকে সাংবাদিকবৃন্দ। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ০৩ তিন জনকে আটক করেছেন।
ঘটনার বিবরণে প্রকাশ চরপাড়া মোড়ে শাহীন ডায়াগোনেষ্টিক এর সামনে জনৈক ব্যক্তিকে সন্ত্রাসীরা নির্মম ভাবে প্রহর করে এম্বুলেন্স যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পুলিশের বিশেষ শাখার ওয়াচার আনিসুর রহমান (৪০), তথ্য সংগ্রহ করতে যান। এ সময় সন্ত্রাসীরা জরুরী বিভাগের সামনে মারধর শুরু করলে উক্ত সাংবাদিক তাকে রক্ষার চেষ্টা করেন। কোনরুপে হাসপাতালের ১নম্বর রুমে পুলিশের ওয়াচার আনিসুর রহমান ও সাংবাদিক রফিক খাইরুল প্রবেশ করলে সন্ত্রাসীরা জোর পূর্বক ওই রুমে ঢোকে যায় সেখানেও তারা উভয়কে বেদরক প্রহর করে মারাত্মকভাবে আহত করে।
এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে, আহত ২দুজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৭নং ওয়ার্ডে ভর্তি করেন। একটি সূত্র জানিয়েছে আহত ব্যক্তি নৌবাহিনীর সদস্য। তিনি তার স্ত্রীকে চিকিৎসা করতে নিয়ে এসে নির্যাতনের স্বীকার হন। পরে, তাকে হাসপাতলে নেয়ার পর এই ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও কোন মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।