ফ্রান্সের রাজধানীতে প্যারিসে গতকাল সোমবার শুরু হয়েছে জাতিসংঘের ইউনেস্কোর ৯ম যুবফোরাম চলবে ২৮শে অক্টোবর পর্যন্ত।
সংস্থার ১৯৫টি দেশের ১৮ থেকে ২৪ বছর বয়সী সহ¯্রাদীক যুবক যুবতীরা এতে অংশ নিচ্ছেন। এদের প্রতিপ্রাদ্য বিষয় হলো- টিকসই উন্নয়ন বিশ্বনাগরিক গঠন। এদিকে যুবফোরামের উদ্ভোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন- চিনের প্রেসিডেন্ট জি জিনপিং বাণীতে তিনি ফোরামে অংশগ্রহনকারীদের তার সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানান। বাণীতে প্রেসিডেন্ট বলেন- সম্প্রতি জাতিসংঘ ২০৩০ সাল পর্যন্ত টিকসই উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেছে। এ কার্যক্রম বাস্তবায়ন করে একটি সহনশীল ও টিকসই বিশ্ব গড়তে হলে যুব সমাজেরও নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে। তিনি যুবকদের সাহসী ও শাবœীক আক্ষায়িত করে আরো বলেন- যুবকরাই ভবিষ্যতের নেতা ও নির্মাতা। চিন যুব সমাজের উন্নয়নের উপর অনেক গুরুত্ব দিয়ে থাকে। যুবকরা নিজেদের উদ্ভাবনী ক্ষমতা দিয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে এবং চিনা স্বপ্ন বাস্তবায়নে অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।