আজ ১০ অক্টোবর কিংবদন্তি চিত্রশিল্পী এস এস সুলতানের ২১তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মারা যান।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কিৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইলের চিত্রা নদীর পাশে মাচিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
৭০বছর বয়সে বিভিন্ন কর্মের স্বীকৃতি স্বরূপ এস এম সুলতান রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পদক ও একুশে পদক সহ অনেক সম্মাননা পেয়েছেন।