আইকনদের পরে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পছন্দের ক্রিকেটারদের তালিকায় উপরের দিকেই ছিলেন সাব্বির রহমান। তাকে দলে পাওয়া ছিল সৌভাগ্যেরও। কিন্তু মাঠের খেলায় বরিশাল বুলসের হয়ে নিজেকে মেলে ধরতে পারছিলেন না এ ডানহাতি ব্যাটসম্যান। প্রথম ১০ ম্যাচে সাত ইনিংসে রান করেছিলেন সব মিলিয়ে ৬০। সেই হতাশা পেছনে ফেলে বড় দুই ম্যাচে জ্বলে উঠেছেন সাব্বির। শনিবার এলিমিনেটরে করেছিলেন ৪১ রান আর রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে ৪৯ বলে অসাধারণ ৭৯ রান। সাব্বির রহমান ফর্মে না থাকলেও তার সামর্থ্যে আস্থা ছিল বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। জয়ের পর বরিশাল বুলসের অধিনায়ক উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এই তরুণ ব্যাটসম্যানের। বলেন, ‘সাব্বির ও নাফিস যেভাবে ব্যাট করেছে, সেটা ছিল অবিশ্বাস্য। আমরা সবসময়ই জানতাম সাব্বিরের সামর্থ্য কতটা, আজকে সে সবাইকে আমাদের সঠিক প্রমাণ করেছে। সে বড় ম্যাচের ক্রিকেটার।’ মাত্র ১০ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর তৃতীয় উইকেটে শাহরিয়ার নাফিসের সঙ্গে ১২৪ রানের জুটি গড়েছিলেন সাব্বির। ১৬১ রান তাড়ায় বরিশালকে জয়ের পথে এগিয়ে নিয়েছে এই জুটিই। শাহরিয়ার নাফিস করেছেন ৪০ বলে ৪৭। মাহমুদউল্লাহ জানালেন, রান তাড়ায় বিশ্বাসটা ছিল তাদের। বলেন, ‘আমাদের শুরুটা ভালো হওয়া দরকার ছিল। সেটা হয়নি, তবে উইকেট আজ ব্যাটিংয়ের জন্য ছিল বেশ ভালো। এজন্যই আমাদের বিশ্বাস ছিল। রান তাড়া করার মত ব্যাটিং গভীরতা আমাদের ছিল।’
