বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৫ শুরু আজ থেকে-

Untitled-1 copy

‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার-২০১৫’ আজ ১১-১০-১৫ তারিখ রবিবার থেকে শুরু হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমী প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিশু একাডেমী কেন্দ্রীয় অফিসসহ ৬৪টি জেলা ও ৬টি উপজেলায় আয়োজিত হচ্ছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৫।

১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ছয় দিনব্যাপী এ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৫ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপ্রেজেনটেটিভ, ইউনিসেফ বাংলাদেশ এডওয়ার্ড বেগবেদার ও বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম পি। স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। অনুষ্ঠানে শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত এনাবলিং এনভায়রনমেন্ট ফর চাইল্ড রাইটস প্রকল্পের হাসেম এবং বাংলাদেশ শিশু একাডেমী পরিচালিত শিশু বিকাশ কেন্দ্র আজিমপুর শাখার সানজিদা আফরোজ স্মৃতি। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমীর প্রশিক্ষণার্থী শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সোমবার দ্বিতীয় দিন, কন্যা শিশু দিবস হিসেবে পালিত হবে। বিশ্ব কন্যা শিশু দিবস উপলক্ষে শিশু শোভাযাত্রা (জাতীয় জাদুঘর, শাহবাগ থেকে বাংলাদেশ শিশু একাডেমী) শিশু সমাবেশ ও বিভিন্ন রাইডে শিশুদের আরোহণ, কন্যা শিশুদের মানববন্ধন, আনন্দ অনুষ্ঠান, বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, ডায়ালগ সেশন, লিফলেট, বুকলেট, পোষ্টার প্রকাশ, ক্রোড়পত্র প্রকাশ, জার্নাল প্রকাশ, কন্যাশিশু বার্তা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

১৩ অক্টোবর তৃতীয় দিনে স্বল্প সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত শিশু সমাবেশ। স্বল্প সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত শিশুদের সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সুবিধা বঞ্চিত শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

১৪ অক্টোবর চতুর্থ দিনে স্বল্প সুবিধাভোগী, শ্রমজীবী শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার বিষয়ক কার্যক্রম। শিশুদের সমাবেশ, বিভিন্ন রাইডে আরোহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

১৫ অক্টোবর পঞ্চম দিনে প্রারম্ভিক শৈশব বিষয়ক কার্যক্রম। শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের শিশুদের সমাবেশ, চিত্রাংকন, দলীয় নৃত্য, ছড়া ও সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বিভিন্ন রাইডে শিশুদের আরোহণ, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী ও যাদু প্রদর্শন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

১৬ অক্টোবর- বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান। শিশুদের সমাবেশ, আলোচনা, পুরস্কার বিতরণ, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে প্রদর্শনী স্টল ১২ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *