দৈনিক ৪০০ টাকা মজুরি প্রদানসহ ১২ দফা দাবিতে সিলেট নগরীতে মিছিল করেছে চা শ্রমিকরা। রোববার দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার মালিনীছড়া চা বাগান বাজার থেকে শ্রমিকরা মিছিল শুরু করে। মিছিলটি সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
দুপুর ১টায় জেলা প্রশাসক কার্যালয়ে চা শ্রমিকদের স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সিরাজুল ইসলাম উকিল।
চা শ্রমিক সংঘের উদ্যোগে এ কর্মসূচি মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায়ও পালনের খবর পাওয়া গেছে। সিলেট ভ্যালি কমিটির এক সভার মিছিল ও স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত অনুযায়ি চা শ্রমিক সংঘ রোববার সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে চা শ্রমিকদের ১২ দফা হলো, নুন্যতম মজুরী দৈনিক ৪০০ টাকা করা, শ্রম আইন অনুযায়ী বকেয়াসহ সাপ্তাহিক ছুটির দিনের মজুরী প্রদান। চা বাগানে বসবাসকারী শ্রমিকদের ভোগদখলকৃত ভূমির স্বত্ব অধিকার দেওয়া, এক মাসের তিন পরিমান বছরে দুইটি উৎসব বোনাস দিতে হবে, চা ও রাবার শ্রমিক ও তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের পূর্ণাঙ্গ রেশন দিতে হবে, চা শিল্পে শ্রম আইন বাস্তবায়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে, চা বাগানে এম্বুলেন্স, এমবিবিএস ডাক্তার ও প্রসূতি বিশেষজ্ঞ ও নার্স প্রদান করতে হবে, চা শ্রমিক সন্তানদের বিনাবেতনে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ও বাগানে কলেজিয়েট স্থাপন করা, সিলেটে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন, শ্রমিক নেতাদের উপর দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, কালাগুল চা বাগান থেকে পুলিশ ক্যাম্প প্রত্যাহার, বাগান কর্তৃপক্ষের মদদপুষ্ট সন্ত্রাসীদের গাছ চুরি, জমি দখল বন্ধ করতে হবে এবং দখলকৃত ভূমি উদ্ধার করতে হবে।
মিছিল ও স্মারকলিপি প্রদানকালে ভ্যালি কমিটির নেতা, চা শ্রমিক সংঘের আহবায়ক রাধামনি মুন্ডা, বাংলাদেশ সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘ’র সভাপতি নুরুল হুদা ছালেহ, ট্রেড ইউনিয়ন সংঘ’র যুগ্ম সম্পাদক চা ও রাবার শ্রমিক নেতা জয় মাহাত্য কুর্মি, মঙ্গলিরপার চা বাগানের প্রতিনিধি বাসু দেব মুন্ডা, ভারতী কুর্মি, খাদিম চা বাগানের প্রতিনিধি লিলা বুনার্জি, মিনতা মুন্ডা, মালনিচড়া বাগানের প্রতিনিধি কমলা বেগম, রুনা বেগম, শ্যামল নায়েক, সকেন বাউরি, বিমল গঞ্জু, চৈতন মুদি, জবেদা বেগম, মিন্ত মুন্ডা, মিলন মুন্ডা, চা শ্রমিক নেতা মালে চাষা, সসাং ছত্রী, রাজু মুন্ডাসহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।