শেরপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা মোঃ মেরাজ উদ্দিনকে ‘আনসার উল্লাহ বাংলা টিম’ এর সদস্যের পরিচয়ে মোবাইল ফোনে প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে। সাংবাদিক মেরাজ উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিট, ১২ ৫৪ মিনিট, ১২ ৫৯ মিনিট, ১ টা ৩২ মিনিট ও ১ টা ৩৭ মিনিটের সময় ০১৯৪৬৯৩৩৩৪৯ মোবাইল নম্বর থেকে বার বার ফোন করতে থাকে। এক পর্যায়ে ০১৯৪৬৯৩৩৩৪৯ মোবাইল নম্বরধারী ব্যক্তিটি নিজেকে আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য পরিচয় দিয়ে ‘আমি আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাসহ বেশকিছু হত্যাকান্ড আমরাই ঘটিয়েছি। তোকেও দেখে নিব, শেষ করে ফেলব’’ এ বলে হুমকি প্রদান করে। এরপর একই দিন ৫টা ১৫ মিনিটের সময়ও ফোন করে। ওই বিষয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ওই ঘটনার পরদিন সাংবাদিক মেরাজের ছেলের মোবাইল ফোনে ওই একই নাম্বার থেকে ফোন করে ৫ হাজার টাকা দাবি করে তা (০১৮২৮২৪২৭৫৮/০১৭৭৬৩২৫৭৪৯) বিকাশ নাম্বারে পাঠাতে বলা হয়।
