সুনিল কন্যা আথিয়ার বলিউড অভিষেক

89258_athiya-shetty

খুব শিগগিরই বলিউডে অভিষেক হচ্ছে বলিউডের দাপুটে অভিনেতা সুনিল শেঠি কন্যা আথিয়া শেঠির। তাও যেনতেনভাবে নয় বেশ রাজকীয়ভাবে অভিষেক হচ্ছে তার।

১৯৮৩ সালে সুভাষ ঘাই পরিচালিত ‘হিরো’ ছিল একটি সুপারহিট ছবি। জ্যাকিশ্রফ অভিনেতা হিসেবে এ ছবির মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলেন। এবার এ ছবির রিমেকের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে আথিয়ার। এবার ছবিটিপরিচালনা করছেন নিখিল আদভানি। আর এ ছবিতে আথিয়া অভিনয় করছেন সুরুজ পাঞ্চোলির বিপরীতে। এটি মূলত একটি অ্যাকশন-রোমান্টিক ছবি। এখানে আথিয়া অভিনয় করছেন একজন আধুনিক তরুণীর ভূমিকায়, যার সঙ্গে সুরুজের সম্পর্ক গড়ে উঠে। আর তাদের সম্পর্কে নানা রকম বাধা আসতে থাকে। আর এভাবেই বাধা অতিক্রম করে এগিয়ে যান তারা। মজার ও বড় বিষয় হলো এ ছবিটি প্রযোজনা করছেন বলিউড সুপারস্টার সালমান খান। অনেক আগে থেকেই আথিয়াকে নিয়ে করা ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন তিনি। কথা অনুযায়ী কাজ করেছেন সালমান। এরই মধ্যে এ ছবির একটি প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন সালমান খান, সুনিল শেঠি, আথিয়া শেঠি, সুরুজ পাঞ্চোলি, সুভাষ ঘাই, নিখিল আদভানিসহ আরও অনেকে। এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে সেপ্টেম্বরের ১১ তারিখ। ছবিটির প্রিমিয়ারের সময় অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়েন সুনিল শেঠি। মেয়ে সম্পর্কে তিনি বলেন, আথিয়া ১৮ বছর বয়সেই নিউ ইয়র্কে চলচ্চিত্র নির্মানের ওপর পড়াশোনা শেষ করেছে। জেনে, শুনে ও বুঝেই সে অভিনয়ে নেমেছে। হয়তো সামনে নির্মাণও করবে। তবে আজকে ‘হিরো’ ছবিতে ওর অভিনয় দেখে আমি সত্যিই মুগ্ধ ও একইসঙ্গে গর্বিত। সবাইকে এ ছবিটি দেখার আমন্ত্রণ রইলো। আথিয়া শেঠি বলেন, বাবার সঙ্গে বসে নিজের অভিনীত প্রথম ছবি দেখছিলাম। অনেক ভয় লাগছিল। কারণ, বাবার কাছ থেকেই অভিনয় শেখা আমার। তবে বাবা আমার অভিনয়ে খুশি হয়েছেন বলে আমি নিজে অনেক আনন্দিত। আশা করছি দর্শকদের ভাল লাগবে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *