সিলেটের তরুন সাংবাদিক রাশেদীন ফয়সাল এর দাফন সম্পন্ন হয়েছে।
সিলেটর নিজস্ব প্রতিবেদক রাশেদীন ফয়সালকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানালেন তার সহকর্মী স্বজন ও এলাকাবাসী । রোববার সকাল সোয়া ১১টায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে নামাজে জানাযা শেষে তাকে শেষ বিদায় জানানো হয়েছে। উপজেলার কোনাগ্রামের কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়েছে তাকে। রাশেদীন ফয়সালের নামাজে জানাজায় অংশ নেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান ইমাম উদ্দিন আল-নাসিরী, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ, সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, লতিফা শফি চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি গোলজার আহমদ ও ব্যবসায়ী ছমর উদ্দিন মানিক প্রমুখ। দাফন শেষে শফিকুর রহমান চৌধুরী, আবু জাহিদ ও আল-আজাদ রাশেদীন ফায়সালের মা সহ পরিবারের সদস্যদের সাথে তাদের বাড়িতে গিয়ে দেখা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত ১৩ জুলাই সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারস্থ বাড়ি থেকে কর্মস্থল সিলেট নগরীর জিন্দাবাজারে আসার পথে লালমাটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক রাশেদীন ফায়সাল। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়। অবস্থান পরিবর্তন না হওযায় ওইদিন রাতেই তাকে ঢাকা মহানগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনদিন চিকিৎসা দেয়ার পর তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয় । দীর্ঘ ১৩দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানলেন সাংবাদিক রাশেদীন। ২৫ জুলাই তিনি চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তরুণ সাংবাদিক রাশেদীন ফয়সালের মৃত্যুতে সিলেটের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। শোক প্রকাশ করেছেন সিলেট নিউজ ওয়ার্ল্ড পরিবারের পক্ষে সম্পাদক আফরোজ খান , সিলেটের সকাল-এর পরিচালক ও শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি সুফি সুহেল আহমদ, এফবি নিউজ-২৪ ডটকম এর বার্তা সম্পাদক মানিক আহমেদ আকাশ, জার্নালিজম অন ফেইসবুক সিলেট নিউজক্লাব-এর চেয়ারম্যান খলিলুর রহমানসহ অনেক।