এশিয়া অঞ্চলের শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কারে ভূষিত হয়েছেন। গতকাল লন্ডনভিত্তিক ইউরোমানি ইমার্জিং মার্কেট এ পুরস্কারের কথা ঘোষণা করেছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে আজ পেরুর রাজধানী লিমায় হোটেল শেরাটনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে আতিউর রহমানের হাতে ‘এশিয়ার শ্রেষ্ঠ গভর্নর ২০১৫’ পুরস্কার তুলে দেওয়া হবে। উক্ত অনুষ্ঠানে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণরত বিশ্বের সব দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা উপস্থিত থাকবেন। পুরস্কার ঘোষণাকারী ইউরোমানি ইমার্জিং মার্কেট-এর পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধিতে অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা ড. আতিউর রহমানের ভূমিকা অনেক। তার ভূমিকায় কেন্দ্রীয় ব্যাংক গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য ব্যাপক কর্মকান্ড পরিচালনা করছে। যার উপকারভোগী হয়েছে দেশের কয়েক লাখ কৃষক পরিবার। ৫০০ কোটি টাকা থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতিতে এখন দেড় হাজার কোটি টাকা ঋন বিতরণ করা হয়েছে, যা দেশটির অর্থনীতিতে আমূল পরিবর্তন হয়েছে।
