বরেণ্য অভিনেত্রী-নির্মাতা কবরী আগেই ঘোষণা দিয়েছিলেন, তার নতুন ছবিতে নায়ক হচ্ছেন আরিফিন শুভ।
নায়ক চূড়ান্ত হলেও নায়িকার নাম এখনও অজানা। ব্যাটে-বলে ঠিক হচ্ছে না। তাই শুভর সঙ্গে মানানসই নায়িকার খোঁজে কলকাতায় যাচ্ছেন কবরী। আগামী সপ্তাহে তিনি কলকাতা যাবেন বলে জানালেন। চূড়ান্ত হলে চুক্তির কাজটুকু সেরে আসবেন।
কবরী জানান, নায়ক ঠিক থাকলেও এখনও নায়িকার দেখা পাওয়া যাচ্ছে না। তাই কলকাতার এ সফর। সেখানে তিনি থাকবেন তিন দিন। কয়েকজনের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। এ সময়ের মধ্যে নতুন ছবির নায়িকা চূড়ান্ত করে ফেলতে পারবেন বলে মনে করেন কবরী।
‘এই তুমি সেই তুমি’র গল্প দুই প্রজন্মকে নিয়ে। কবরী-আলমগীরের ছাড়াও অন্য জুটির মধ্যে শুধু আরিফিন শুভকে চূড়ান্ত করা হয়েছে। ছবিটি পরিচালনা করবেন কবরী নিজেই।