কৃষি জমি নষ্ট না করে, পরিবেশবান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল -বেজা’র গভর্নিং বোর্ডের সভায় তিনি একথা বলেন। বড় শিল্প গড়ে তোলারে চেয়ে ছোট, মাঝারি আকারের শিল্প গড়ে তুলতে এবং সেখানে দেশের অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ত্রিশটি জায়গা চিহ্নিত করা হয়েছে, যা একশ’টিতে উন্নীত করা হবে।