আফগানিস্থান ও পাকিস্তানের উত্তরপূর্ব অঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে এখন পর্যন্ত ২৫০জন নিহত এবং বহুমানুষ আহত হয়েছে। ভূমিকম্পটি এতই জুড়ালো ছিল যে এর কম্পন ভারতের রাজধানী দিল্লি এমনকি তাজিকিস্থানে অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি গঠনা গঠেছে পাকিস্তানের দূরগম ও পার্বত এলাকায়। আফগানিস্থানে ১২ জন স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত জনের অনেকের অবস্থা গুরুতর। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ দপ্তর বলেছে ৭.৫ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তির কেন্দ্র ছিল আফগানিস্থানের পার্বত শহর ফোয়জাবাদ শহর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পে পাকিস্থানের উত্তরের পার্বত এলাকায় অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট এবং দালানকোটা বিধস্থ হয়েছে। এছাড়া রাওয়ালপিন্ডি ও পেশোয়ার শহরের বেশকিছু ভবন ভেঙ্গে পড়েছে। ভূমিকম্প অনুভূত হয়েছে- ভারত, নেপাল এবং তাজিকিস্থানেও। কাশমিরে ভারত এবং পাকিস্থানের নিয়ন্ত্রীত উভয় অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্থানের ক্ষারভার বাকতুলখাওয়া প্রদেশে চিত্রাল এলাকায় হেলিকপ্টার সি-১-৩০ বিমানে মাধ্যমে ক্ষয়ক্ষতি পরিমান নিরুপনের চেষ্টা করছে। আফগানিস্থানের দূর্গম এলাকায় থেমে প্রতিনিয়ত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর শুনা যাচ্ছে।
শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ পূর্ব এশিয়ায়
