যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশনে লাইভ সাক্ষাৎকার অনুষ্ঠান চলার সময় দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের রোয়ানকে শহরে এই ঘটনা ঘটে। ডব্লিউডিবিজে৭ টিভিতে ওই লাইভ অনুষ্ঠান চলছিল।
টিভি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতরা হলেন টিভি রিপোর্টার অ্যালিসন পার্কার (২৪) ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড (২৭)। বুধবার স্থানীয় সময় সকাল ছয়টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
টেলিভিশন স্টেশন ডব্লিউডিবিজে৭ জানায়, পার্কার মাউন্টেইন লেকের কাছে ব্রিজওয়াটার প্লাজা শপিংমলে একজনের সাক্ষাৎকার নিচ্ছিলেন। তখনই তাদের হত্যা করা হয়।
এ ঘটনায় স্মিথ মাউনটেন লেক রিজিওনাল চেম্বার অব কমার্সের ভিকি গার্ডনার নামের আরো একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রিপোর্টার তারই সাক্ষাৎকার নিচ্ছিলেন।
হামলাকারীর পরিচয় ও হামলার কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বন্দুকধারী ওই টিভি স্টেশনেরই হতাশাগ্রস্ত কোনো সাবেক কর্মী।
আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা। পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।