লন্ডন যাচ্ছেন আশরাফ

Syed_Ashraf

পরিবারের সঙ্গে ঈদ করতে লন্ডন যাচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আগামী ১৫ই জুলাই তিনি লন্ডন যাচ্ছেন বলে তার ঘনিষ্টসূত্র নিশ্চিত করেছে। লন্ডনে তিনি স্ত্রী ও মেয়ের সঙ্গে ঈদ করবেন। অন্তত ১৫ দিন তিনি সেখানে অবস্থান করবেন। স্ত্রী সন্তান লন্ডনে থাকায় আশরাফ নিয়মিতই সেখানে যাতায়াত করেন। দুই দিন ধরে চলা গুঞ্জনের মধ্যে বৃহস্পতিবার এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সৈয়দ আশরাফকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। তার অব্যাহতিতে নিজ জেলা কিশোরগঞ্জের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা কথা বললেও তারা জানিয়েছেন, আওয়ামী লীগ সভানেত্রী দলের স্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছেন।  মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুপস্থিত থাকায় প্রধানমন্ত্রী সৈয়দ আশরাফের ওপর নাখোশ হন। এরপরই সৈয়দ আশরাফকে মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেয়ার গুঞ্জন উঠে। তবে এদিন কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে গুজবে কান না দিতে বলেছিলেন সৈয়দ আশরাফ। যদিও একদিন পর গুজবই সত্য হয়। বৃহস্পতিবার তাকে অব্যাহতি দিয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে। সৈয়দ আশরাফের বিরুদ্ধে দল ও মন্ত্রণালয়ে সময় না দেয়ার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ থাকলেও একই সঙ্গে দলের সাধারণ সম্পাদক ও গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *