দেশের সর্বস্তরের জনগণের কাছে সাহায্য চেয়েছেন সিলেট মেট্রো পলিটন পুলিশ,
দৈনিক উদীয় সংবাদ প্রতিনিদির কাছে দেওয়া তথ্যমতে। দায়িত্বরত শান্তি শৃংখলা বাহিনি আরও বলেছেন সন্ধ্যান দানকারীর পরিচয় গোপন রাখা হবে। বাংলাদেশ সরকারের আইনশৃংখলা বাহিনি সর্বদা শান্তিতে বিশ্বাসি। মানবতা বিরোধি কোন কাছে কাউকে ছাড় দেওয়া হবে না সে যে কেউ হোক। সভ্য মানব জগতের সকল মানব আত্মার শান্তি নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। সিলেট স্থানীয়বাসীদের কাছে সহযোগীতা চেয়েছেন সিলেট মেট্রো পলিটন পুলিশ। রাজনের পিতা আজিজুর রহমান আইনশৃংখলা বাহিনির সাথে জনগণের সাহায্য চেয়েছেন। তিনি আর বলেছেন আমার মত ছেলে হারানো ব্যাথা যেন আর কোন বাবার সহ্য করতে না হয়। তাই এলাকাবাসির কাছে তিনি অনুরোধ করেছেন আপনারা পুলিশকে সত্যিকারে সহযোগীতা করুন। কাউকে বিপদে ফেলবেন না। সত্যিকারে হত্যাকারীর শাস্তি নিশ্চিত করেন আপনারা, বলে দাবি করেছেন রাজনের মা লুবনা বেগম। তিনি কথা বলার মাঝে মাঝে বলছিলেন আমার ছেলে পানি পান করতে চেয়েছিল নরপিচাশরা পানি পর্যন্ত দেয়নি বলে হাউ মাউ করে কেদে উঠেন। শিশু রাজন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন স্থানীয় এলাকাবাসিরা।