সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপত্বিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ জেলায় অপরাধ প্রবণতা যাতে বৃদ্ধি না পায় পাশাপাশি অবৈধ মাদক বিক্রি বন্ধসহ ব্যবসায়ী ও ব্যবহার কারীদের কঠোর হস্তে দমন ভ্রাম্যমান আদালত পরিচালনা জোড়দার করা গাঙ্গিনার পাড় স্টেশন রোড সহ অন্যান্য রাস্তা হকার মুক্ত করা নিয়ময়ত ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটির সভাকরা অনুমোদন বিহীন ডায়াগনোষ্টিক সেন্টার গুলোর বিরুদ্ধে মোবাইল কোড পরিচালনা করা ঔষধের ফার্মেসীগুলোতে মেয়াদ উর্ত্তীন ঔষধ বিক্রি না করা বাল্য বিবাহ প্রতিরোধ করা সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্টিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ হারুন-অর রশিদ। অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আরিফ আহাম্মদ খান। সদর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম ফয়জুল হক। মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ড. উন্মে আফছারী জহুরা। ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রাজীব সরকার। ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম। র্যাব-১৪এর এ.এস.পি শামীমআরা বেগম। কোতোয়ালী মডেল থানার এ.এস.পি আব্দুর রশিদ। ফুলফুর উপজেলার চেয়ারম্যান মোঃ বাশার আকন্দ, তারাকান্দা উপজেলার চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। ভালুকা উপজেলার ভাইস চেয়ারম্যান মনিয়ারা সুলতানা মনি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুননেচ্ছা প্রমুখ।
