মুক্তাগাছায় ঔষধের দোকানে দেড় লাখ টাকা জরিমানা দোকানে সিলগালা

patul

মুক্তাগাছার চেচুয়া বাজারে মঙ্গলবার ভ্রাম্যমান আদালত ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৫টি ঔষধের দোকান এবং একটি হার্ডওয়ার্ডের দোকানে মেয়াদোত্তীর্ন ঔষধ রাখা অনুমোদন বিহীন পেট্রোলিয়াম পদার্থ রাখার দায়ে ১লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন

সময় লাইসেন্স বিহীন একটি ঔষধের দোকান সিলগালা করে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট . উম্মে আফছারী জহুরার নেতৃত্বে আর্মড ব্যাটালিয়ন পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রামমান আদালত চেচুয়াবাজারে মেয়াদোত্তীর্ণ নকল ঔষধ রাখার দায়ে দুলাল মেডিকেল হলকে ৩০ হাজার, সজিব মেডিকেলকে ৩০ হাজার, সাদ মেডিকেলকে ৩০হাজার,ফারুক মেডিকেলকে ৩০হাজার, জেরিন মেডিকেল হলকে ২০ হাজার নিয়ত সাইকেল স্টোরকে পেট্ট্রোলিয়াম জাতীয় দাহ্য পদার্থ রাখার দায়ে ৫হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করেন

এসময় লাইসেন্স না থাকায় জেরিন মেডিকেল হকটি সিলগালা করে দেয়া হয়। এসব ঔধষের দোকান থেকে অর্ধলাধিক টাকার মেয়াদোত্তীর্ণ নকল ঔষধ জব্দ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এনে ধ্বংস করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *