ভালুকায় শহীদ নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া

571-300x136

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ চালাবে। এ ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীকে প্রতিযোগীতা মুলক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তিনি সকল শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, তোমাদের মধ্যে বড় হওয়ার স্বপ্ন কাজ করতে হবে তবেই একদিন বড় হয়ে দেশ সেবার সুযোগ লাভ করতে পারবে। এ ক্ষেত্রে যোগ্যতার প্রশ্নে কোন ছাড় না দেয়ার আহবান জানিয়ে জিএম সালেহ উদ্দিন বলেন, প্রতিটি প্রতিযোগীতায় কেবল যোগ্যরাই টিকে থাকতে পারবে। বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ঝড়ে পড়া ও ড্রপ আউট বন্ধ করার লক্ষ্যে অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক হতে হবে।

তিনি সোমবার ভালুকার মল্লিকবাড়ী শহীদ নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন। কলেজ গভর্নিং বডি’র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিমউদ্দিন আহম্মেদ ধনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার, ভালুকা পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, বিশিষ্ঠ ব্যাবসায়ী নেতা মাহাবুল আলম,ম ল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান ছারোয়ার জাহান এমরান,

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি আব্দুর রশিদ, গভর্নিং বডি’র সদস্য মাইনুদ্দিন ফকির, কলেজ অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক কিরন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খসরু মোঃ রনি। অনুষ্ঠানে মল্লিকবাড়ী ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।

এর আগে বিভাগীয় কমিশনার মল্লিকবাড়ী এডকো শিক্ষালয়ের একটি একাডেমীক ভবনের উদ্বোধন করেন এবং সড়কে ৪০দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।  ক্রীড়ানুষ্ঠানে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জিএম সালেহ উদ্দিন শহীদ নাজিমউদ্দিন স্কুল এন্ড কলেজের মাঠ সংস্কারসহ অবকাঠামোগত সমস্যা সমাধানে তাঁর আন্তরিকতার কথা উল্লেখ করেন। উল্লেখ্য,ম য়মনসিংহ বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহনের পর ভালুকায় এটিই তাঁর প্রথম সফর। অনুষ্ঠানস্থলে পৌছুলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *