ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

bd-footbal

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব১৬ তৃতীয় আসরের শিরোপা জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ

মঙ্গলবার বিকেল সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ফাইনালে তারা গতবারের চ্যাম্পিয়ন ভারতকে টাইব্রেকারে ব্যবধানে হারায়

টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশ দলের স্ট্রাইকার নিপু। আর ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক শাওন। শিরোপা জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

নির্ধারিত সময়ের খেলা গোলে শেষ হয়। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে বাংলাদেশ তাদের প্রথম চারটি শট জালে জড়ায়। বিপরীতে ভারতের প্রথম দুটি শট জালে জড়ালেও পরের দুটি ব্যর্থ হয়

প্রথম শট থেকে গোল করেন বাংলাদেশের ফাহিম মোর্শেদ। ভারতের সৌরভও প্রথম শট থেকে গোল পান। দ্বিতীয় শটে বাংলাদেশের গোলটি করেন জাহাঙ্গীর আলম সজীব, আর ভারতের মোহাম্মদ রাকিব

তবে তৃতীয় শটে বাংলাদেশের আতিকুজ্জামান আতিক গোল পেলেও ব্যর্থ হন ভারতের অভিজিৎ সরকার। তার নেওয়া শটটি ডান পোস্টে লেগে ফিরে আসে

বাংলাদেশের চতুর্থ শটে নেওয়া সাদ উদ্দিনও গোল করেন। ভারতের সাকলাইনের নেওয়া গড়ানো শট ডান দিকে ঝাপিয়ে ফয়সাল ঠেকিয়ে দিতেই শিরোপাউৎসবে মাতে খেলোয়াড়কর্মকর্তাদর্শকরা

এর আগে বিকেল পাঁচটায় সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বৃষ্টির মধ্যে খেলা শুরু হয়। শুরু থেকেই বাংলাদেশ একের পর এক আক্রমণ করতে থাকে। তবে প্রথমার্ধে দুদলের কেউই গোলের দেখা পায়নি

বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় স্বাগতিকরা। কিশোর ফুটবলারদের আন্তর্জাতিক আসরে ৪৬ মিনিটে দলকে এগিয়ে নেন ফাহিম মুর্শেদ। তিনি অধিনায়ক মোহাম্মদ শাওনের ক্রস থেকে বল জালে জড়ান

তবে এই লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৬৪ মিনিটে দূর পাল্লার শটে বাংলাদেশের জালে বল জড়ান ভারতের অময় অবিনাশ। এতেই সমতায় ফেরে ভারত

গোল পেতে মরিয়া বাংলাদেশ আক্রমণের ধার আরো বৃদ্ধি করে। একটি সমন্বিত আক্রমণ থেকে ৭৯ মিনিটে দারুণ সুযোগ মিস করেন ফাহিম। গোলবারের সামনে অধিনায়ক শাওনের পাস থেকে বল পেয়েও তা বারের পাশ দিয়ে মারেন তিনি

এরপর ৮৩ মিনিটে ডিবক্সের ঠিক সামনে ফ্রিকিক পায় বাংলাদেশ। তবে সেটিকে গোলে পরিণত করতে পারেনি টাইগাররা। ৮৬ মিনিটে আরো একটি ভালো সুযোগ এসেছিল। কিন্তু খলিল ভূইয়ার শটটি বারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে

এরপর খেলার শেষ মুহূর্তে আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ভারত। মিনিট খানিক সময়ে দুবার গোলে শট নেয় বাংলাদেশ। খলিল ভূইয়ার উড়ন্ত বলে বদলি রনির হেড লুফে নেয় ভারতের গোলরক্ষক। কিছুক্ষণ পরেই রনির আরেকটি শট ডিফেন্ডাররা রুখে দেন

নির্ধারিত সময় শেষে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ভারতকে ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেল বাংলাদেশের কিশোর ফুটবলাররা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *