ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে।
সড়ক-মহাসড়কে সৃষ্ট যানজটের প্রভাব গাজীপুরেও পড়েছে। তীব্র যানজটে আটকা পড়ে গাজীপুরসহ উত্তরাঞ্চলের শত শত যানবাহন ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ গাজীপুরের বিভিন্ন সড়কে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত স্থবির হয়ে আছে। যানজট এড়াতে গাজীপুরসহ দূরপাল্লার অনেক গাড়ির চালক ও শ্রমিকরা ওইসব পথে চলাচল থেকে বিরত রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। পথে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা পড়ে এবং গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি না পেয়ে অতিষ্ঠ যাত্রীদের অনেকেই পায়ে হেটে গন্তব্যে রওনা হন। এতে প্রচন্ড গরমের মাঝে নারী, শিশু ও বৃদ্ধদের বেশী দুর্ভোগ পোহাতে হয়েছে।
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, উত্তরাসহ রাজধানীতে বিভিন্ন বেসরকারি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের কারণেই ওই যানজটের সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে উত্তরা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটির বোর্ডবাজার এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ কামারপাড়া সড়কে। দুপুর ১২টার পর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওইপথে যানজটে আটকে পড়ে শত শত যানবাহন ও হাজার হাজার যাত্রী। মহাসড়কে যানজটে আটকা পড়ে গাড়ি চলাচল অনেকটাই স্থবির হয়ে পড়ার খবর পেয়ে চালকরা গাজীপুরসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ওই মহাসড়কে চলাচলকারী বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন না ছেড়ে টার্মিনাল ও গ্যারেজগুলোতেই অবস্থান করে। এছাড়াও যানজট এড়াতে অনেক গাড়ি বিকল্প পথে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে প্রবেশ করায় সেসব সড়ক গুলোতেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে রাজধানীমূখী গাজীপুরের প্রায় সবক’টি সড়ক মহাসড়ক যানজটের কবলে পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টার পর হতে গাড়ি থেমে থেমে চলাচল করতে শুরু করলেও যানজটের ল¤^া ল্ইান ছিল।
গাজীপুরের নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাহার আলম জানান, ঢাকার উত্তরা থেকে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা মোড় পর্যন্ত প্রায় ১৫কিলোমিটার এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্তও গাড়ির প্রচুর চাপ ছিল। এতে ওই মহাসড়কে উভয়মূখী চলাচলকারী যানবাহন আটকে পড়ে। এতে যাত্রীদের দূর্ভোগ হলেও পুলিশ ছিল অনেকটাই নিরূপায়। ফলে অনেকেই বাস থেকে নেমে দীর্ঘ পথ পায়ে হেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।
গাজীপুরগামী বলাকা পরিবহনের বাসযাত্রী আনোয়ার হোসেন জানান, বিকেল সাড়ে তিনটায় উত্তরায় গাড়ির জন্য অপেক্ষা করেও কোন লাভ হয়নি। যানজটের কারণে সেখান থেকে পায়ে হেটে টঙ্গী রেল স্টেশনে গিয়ে সন্ধ্যায় ট্রেনে বাসার উদ্দেশ্যে রওনা হই।
উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রতিবাদে গত কয়েক মাস ধরেই আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। বুধবার রামপুরায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে এর প্রতিবাদে এবং ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় নামে আন্দোলনকারীরা। তারা উত্তরার ও কামারপাড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে ওইসব পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।