বাকবিশিসের জরুরি সভা ।। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে লুকোচুরির অবসান দাবি

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রফিক উদ্দিনের সভাপতিত্বে ২২ আগস্ট সন্ধ্যা ৬টায় আন্দরকিল্লাস্থ বাকবিশিস কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ ৫ম, ৬ষ্ঠ ও ৭ম পে-স্কেলের ন্যায় স্বয়ংক্রিয়ভাবে অষ্টম পে-স্কেলে সরকারি কর্মকর্তা- কর্মচারীর সাথে ১ জুলাই ২০১৫ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদি কার্যকর করার দাবি জানান। নেতৃবৃন্দ বলেন শিক্ষক কর্মচারীদের অদ্যাবধি সরকারের নীতি নির্ধারকমহল নতুন পে স্কেল নিয়ে লুকোচুরি খেলছেন। তারা নতুন পে-স্কেল ৬ মাস পর কার্যকর করার সুপারিশ করেছেন। দেশের ৯৫ ভাগ শিক্ষার দায়িত্ব পালনকারী বেসরকারি শিক্ষকরা সরকারের এই বৈষম্য, অবহেলা এবং কোন ধরনের ষড়যন্ত্র মেনে নেবে না। নেতৃবৃন্দ আগামী মন্ত্রী পরিষদ সভায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করে সকল ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটাতে প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানান। অন্যথায় ৫ লক্ষ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী একযোগে রাজপথে নেমে ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে সরকারকে দাবি আদায়ে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।

সভায় বক্তব্য রাখেন বাকবিশিস বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যক্ষ আবুল মনসুর মো. হাবিব, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য, অধ্যাপক নোমান আহমদ ছিদ্দিকী,অধ্যাপক অজিত দাশ, অধ্যক্ষ সজল চৌধুরী, অধ্যক্ষ রাজুল হোসেন, অধ্যক্ষ কৃষ্ণকুমার দত্ত,উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন, অধ্যাপক শ্যামল দাশ, অধ্যাপক শিমুল বড়ুয়া, অধ্যাপক অসীম চক্রবর্ত্তী, অধ্যাপক নুরুল মোমেন, অধ্যাপক প্রকাশ চৌধুরী,অধ্যাপক নাসিম, অধ্যাপক দিলীপ কুমার রায়, অধ্যাপক শ্যামল বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *