বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাওয়া বড় জয়ে স্বাভাবিকভাবেই খুশি অস্ট্রেলিয়া কোচ আঞ্জে পোস্তেকগলু।
ফুটবলের প্রতি এ দেশের মানুষের ভালোবাসাও ছুঁয়ে গেছে তাকে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় অতিথি দলের কোচ আরও জানালেন, নিরাপত্তা নিয়ে দারুণ খুশি তিনি। আগামীতে লম্বা সময়ের জন্য আসতে চান বাংলাদেশে।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইর্বের ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশকে ৪-০ গোলে হারায় অস্ট্রেলিয়া। প্রথম লেগে নিজেদের মাঠে ৫-০ গোলে জিতেছিল পোস্তেকগলুর দল।
দুই লেগে বড় ব্যবধানের জয়ে খুশি অস্ট্রেলিয়ার কোচ ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বলেন, “এটা আমাদের জন্য ভিন্ন কন্ডিশন ছিল। মাঠও ধীর গতির ছিল। তবে আমরা জিতেছি এবং এটা আমাদের জন্য ভালো অভিজ্ঞতা।”
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছিল অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। ১৪ নভেম্বরে আসার কথা থাকলেও ১৬ নভেম্বর রাতে ঢাকায় পা রাখে তারা। ঢাকায় পৌঁছে কোনো অনুশীলন ছাড়াই সরাসরি খেলতে নামে দলটি।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকদের ফুটবলপ্রেম দেখে মুগ্ধ পোস্তেকগলুর সুরও বদলে গেল, “বাংলাদেশের মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ; তাদের আতিথিয়েতা আমাদের খুব ভালো লাগছে। ফুটবলের প্রতি তাদের ভালোবাসা অনেক।
সার্বিক নিরাপত্তা নিয়ে সন্তোষ জানিয়ে আগামীতে আরও বেশি সময় কাটাতে বাংলাদেশে আসতে চাওয়ার কথাও বলেন অস্ট্রেলিয়ার এই কোচ।
“পরিস্থিতির কারণে এবার আমরা এখানে বেশি সময় কাটাতে পারিনি। পরবর্তীতে আমরা আরও বেশি সময় নিয়ে এখানে আসব।”
মামুনুলদের উন্নতির জন্য একটা পরামর্শও দিয়েছেন পোস্তেকগলু। অস্ট্রেলিয়ার এই কোচ জানান, ভালো করতে হলে নিজেদের প্রতি আত্মবিশ্বাসটা আরও বাড়াতে হবে।