নওগাঁর বদলগাছীতে তাজপুর মৌজায় খনিজ সম্পদ অনুসন্ধান জরিপে উজ্জল সম্ভাবনাময় আশাবাদ নিয়ে খনন কাজ এগিয়ে চলেছে। খনিজ সম্পদ পাওয়া যাবে এমন আলামত ইতি মধ্যেই পাওয়া গেছে বলে জানা যায়।
গত ২০ ফেব্রুয়ারী এ খনন কার্যক্রমের উদ্ভোধন করা হয়। ইতিমধ্যে ২১৪২ ফিট পর্যন্ত খনন কাজ করা হয়েছে। এর মধ্যে দিয়ে ভুপদার্থিক লগিং জরিপ শেষ করা হয়েছে। এখন এই কুপের মধ্যে ফাঁকা নল বসানো হচ্ছে। ফাঁকা নলের মধ্যে দিয়ে পূনরায় নল বসিয়ে খনন কার্যক্রম শুরু করা হবে। ভুতাত্তি¡ক জরিপ অধিদপ্তরের পরিচালক ভূ–বিজ্ঞানী মো: সিরাজুল ইসলাম খান বলেন এরপর যে খনন কাজ করা হবে তা সম্পূর্ন রূপে উপরে তুলে আনা হবে। কি ধরনের খনিজ সম্পদ পাওয়া যাবে আগামী এক সপ্তাহের মধ্যে তা জানা সম্ভব হবে।
সূত্র মতে জানা যায়, খনন কালে কাদাপানির সঙ্গে খনিজ সম্পদের আলামত দেখা গেছে। এজন্যই ভূপদার্থিক লগিং জরিপ শেষ করা হয়েছে। বর্তমানে যে পর্যায় খনন করা হবে তা শিলা আকারে তুলে আনা হবে তা হলেই জানা যাবে কি ধরনের খনিজ সম্পদ এখানে পাওয়া যাবে। তারা প্রাথমিক ভাবে ধারনা করছেন কয়লা সাদা মাটি ও চুনাপাথর পাওয়া যাবে।
খনন কাজের প্রধান প্রকৌশলী মহিরুল ইসলাম বলেন, তিলকপুর, আক্কেলপুরসহ বদলগাছী এলাকা যখন জরিপ কাজ চালানো হয় তখন বদলগাছীর তাজপুর এলাকা সেন্টাল জায়গা হিসাবে সনাক্ত করা হয়। খনিজ সম্পদ নিশ্চিত হলে এই উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এলাকার উন্নয়নের চিত্র ও পাল্টে যাবে।
বিলাশবাড়ী ইউপির চেয়ারম্যান এমরান হোসেন খান রতন বলেন, খনিজ সম্পদ উদ্ধার হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। তবে এখানে যে ধরনের খনিজ সম্পদ পাওয়া যাবে তার একটি অংশ যে এই এলাকার গন মানুষের কল্যানে লাগে।