সারাদেশের অভিযান চালিয়ে পুলিশ প্রতিদিন গড়ে আটটি করে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে।
এছাড়াও দেশী অস্ত্র উদ্ধার হচ্ছে ১৩টি। আর গত আড়াই মাসে বিস্ফোরক উদ্ধার করছে পাঁচ শতাধিক। গত মাসে পুলিশ হেডকোয়াটার্স থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত ৬ জুন থেকে ২৫ আগস্ট পর্যন্ত সারাদেশে পুলিশ ৪৬১টি আগ্নেয়াস্ত্র, ৮৬৬টি ধারালো অস্ত্র, ১৫১২টি আগ্নেয়াস্ত্রের গুলি, ৪৩ হাজার ৪৫১টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও জব্দ করছে। এ সময় অস্ত্র উদ্ধারের ঘটনায় মোট ৫২৩টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে ৯৮৩ জন। বিস্ফোরক দ্রব্য উদ্ধার সংক্রান্তে মামলা হয়েছে ৬৭টি। গ্রেফতার হয়েছে ১২৫ জন। সবচেয়ে বেশী ১১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে চট্টগ্রাম রেঞ্জে।
৭৬টি আগ্নেয়াস্ত্র নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা রেঞ্জ। ঢাকা রেঞ্জের অবস্থান তৃতীয় (৬৪টি)। রাজশাহী রেঞ্জ ৫৬টি এবং ডিএমপি ৪৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক গত জুন মাসে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ব্যাপারে ১৬টি ইউনিটের প্রধান ডিআইজিদেরকে নির্দেশ দিয়ে ছিলেন।