পাঁচ বছরের ছেলের পিছনে লেজ

20-1

বসন্ত নামের সেই ছেলেটি গোন্দা জেলার বাসিন্দা, যার পিছনে লেজ রয়েছে।

ভারতের লক্ষ্মৌউয়ের কেজিএমইউ হাসপাতালের ডাক্তাররা হতবাক হয়ে গিয়েছিল, যখন তাঁদের হাসপাতালে এক পাঁচ বছরের ছেলে আসে, যার পিছনে লেজ রয়েছে।
এক হিন্দি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, বসন্তের বাবা, মা তাঁদের সাধ্যের মধ্যে সবধরণের চেষ্টা করেছে লেজটা শরীর থেকে বাদ দেওয়ার কিন্তু কিছুই লাভ হয়নি। অবশেষে তাঁরা কেজিএমইউ হাসপাতালের দ্বারস্থ হয়। এমআরআই স্ক্যানের মাধ্যমে ধরা পড়ে শিঁরদাড়ার হাড়ে একটি সমস্যার জন্য অনেক সময় মানুষের শরীরের পিছন দিকে লেজ গজায়।

এই ধরণের অসুখকে ডাক্তারি ভাষায় লিপোমা বলে। এটা এক ধরণের ফ্যাটি টিসু, যার ভারটা শিঁরদাড়ার হাড়ে এসে পরে। এই ধরণের অসুখের যদি সময় মতো চিকিত্সা না করা হয়, তাহলে অনেক সময়ই আক্রান্তের কোমরের নীচের অংশটা প্যারালিসিস হয়ে যায়।

ওই হাসপাতালের ডাক্তাররা জানায়, বসন্তের চিকিত্সার জন্য তার একটি অপারেশনও করা হয়েছে। দু’ঘন্টার অস্ত্রপচারের পর আপাতত সুস্থ হচ্ছে বসন্ত। তবে তাকে এখনও দুসপ্তাহ হাসপাতালে থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *