শ্র্রীবরদী উপজেলার কৃতি সন্তান, নাট্যকার-নির্দেশক, অভিনেতা, প্রখ্যাত চলচ্চিত্রকার অভিনেতা, মঞ্চ ও থিয়েটার নাটকের জনক আব্দুল্লাহ আল মামুনের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় শ্রীবরদী প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় আব্দুল্লাহ আল মামুন স্মৃতি পরিষদের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের ভাতিজা তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় চলচ্চিত্র ও নাট্য অঙ্গনের কিংবদন্তি নক্ষত্র আব্দুল্লাহ আল মামুনের স্মৃতিময় দিক নিয়ে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ইকবাল চৌধুরী কায়েস, সাংবাদিক এটিএম রায়হান রতন, সমাজকর্মী আলতাফ হোসেন, সাংবাদিক ও টিভি অভিনেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ। স্মরণসভা শেষে আব্দুল্লাহ আল মামুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
