নদী রক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত গাজীপুর জেলা

a1-300x156নদী রক্ষা কমিটির প্রথম সভা গাজীপুর জেলা প্রশাকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম। গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় নদী রক্ষা কমিটির পরিচালক মোঃ হুমায়ুন কবির, কমিটির সদস্য মোঃ আলাউদ্দিন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মোস্তফা কামাল, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম জানান, গাজীপুরে যত জলাশয়, নদী-নালা, খাল-বিল রয়েছে সেগুলো পুনরুদ্ধার, নাব্যতা রক্ষা, দূষণ প্রতিরোধ, অবৈধ দখলমুক্ত করাই সভার মুল উদ্দেশ্য। নদীকে বাঁচানোর জন্য যতগুলো প্রদক্ষেপ সেগুলো নেয়ার জন্য সভায় আলোচনা হয়েছে। নদী রক্ষার জন্য নদী রক্ষা আইনে যতগুলো কার্যক্রম নদী কমিশনকে ম্যান্ডেট হিসেবে দেওয়া হয়েছে জেলা কমিটির মাধ্যমে নদী কমিশন তা বাস্তবায়ন করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *