দেশের সংবাদপত্র জগতে নতুন জাতীয় দৈনিক ‘দেশ বর্তমান’-এর যাত্রা শুরু হয়েছে।
‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা’ এই শ্লোগান নিয়ে ঢাকা থেকে ৩০ অক্টোবর প্রকাশনা শুরু হওয়া দৈনিক দেশ বর্তমানে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা থেকে একদল অভিজ্ঞ ও তরুণ সংবাদকর্মী যোগ দিয়েছেন। সাংবাদিক সৈয়দ মিজানুর রহমান পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি তথ্যমন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর-ডিএফপি’র অনুমোদন পেয়েছে পত্রিকাটি। বাংলাদেশ গ্রীস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ’র জেনারেল সেক্রেটারি ও বস্ত্রখাতের তরুণ উদ্যোক্তা মাহমুদুর রহমান দেশ বর্তমান’র সম্পাদক ও প্রকাশক।পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এ এম বদরুজ্জামান খসরু।
দেশ-বিদেশের খবরের পাশাপাশি ব্যবসা,বাণিজ্য ও সংস্কৃতির খবরা-খবরকে গুরুত্ব দেয়ার অঙ্গীকার নিয়ে দৈনিক ‘দেশ বর্তমান’ বর্তমান প্রতিযোগীতার বাজারে নেমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।