নওগাঁয় সোমবার অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষে দশদিন ব্যাপী একুশ’র বই মেলার শুভ উদ্বোধন করা হযেছে।
বিকেল ৫টায় শহরের মুক্তির মোড়ের মুক্তমঞ্চে ( মাইক্রো ষ্ট্যান্ড) একুশ’র বই মেলা উদযাপন কমিটির আহবায়ক রাজেশ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ড. মো: আমিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মো: মোজাম্মেল হক বিপিএম,পিপিএম, নওগাঁর সেক্টর কমান্ডারস্ ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ মানবাধিকার আইনজীবী পরিষদের সভাপতি ও সাবেক পিপি এ্যাড. খোদাদাদ খান পিটু, বিশিষ্ট সমাজ সেবক এ্যাড. মো: মোহসিন রেজা, নওগাঁ প্যারীমোহন গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক কাজী জিয়াউর রহমান বাবলু, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।