ধামইরহাটে ভোরের কাগজ প্রতিনিধি সন্ত্রাসী হামলার শিকার

Untitled-1

নওগাঁর ধামইরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ভোরের কাগজ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মন্ডল সন্ত্রাসী হামলার শিকার হয়ে ধামইরহাট হাসপাতালের ২৬ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক আব্দুল আজিজ মন্ডল জানান, মঙ্গলবার দুপুরে টিএনটি বাজার থেকে বাড়ি ফেরার মুহুর্তে দৌলতপুর গ্রামের আজিম উদ্দিন মামলার আসামী একই গ্রামের ছফির উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী ফরিুকের নেতৃত্বে ৭/৮ জনের একদল সন্ত্রাসী পিছন থেকে সাংবাদিক আব্দুল আজিজ মন্ডলের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মারপিট করতে থাকে। সন্ত্রসীদের মারপিটের শব্দে বেইলী মোড়ের ফারুক হেসেন, মিনু ও মালা ঘটনাস্থলে এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে পুলিশ কাউকে ধরতে পারেনি। আহত সাংবাদিককে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে দেয়। ধামইরহাট থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *