দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

full_1493809317_1444138397

আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে ও নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে পুলিশ পূজার পূর্ববর্তী, পূজা চলাকালীন এবং পূজা পরবর্তী সময়ে জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব এ কে এম শহীদুল হক এর সভাপতিত্বে গত মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (কনফিডেন্সিয়াল) মোঃ মনিরুজ্জামান দুর্গাপূজা উপলক্ষে গৃহিত সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সভাকে অবহিত করেন।

আইজিপি বলেন, প্রতিমা তৈরি, পূজা উদ্যাপন এবং প্রতিমা বিসর্জনসহ দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ থেকে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কোন মহল যাতে   আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইজিপি বলেন, সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বিস্তার ঘটায় দেশে প্রতিনিয়ত পূজা মন্ডপের সংখ্যা পূর্বের তুলনায় বাড়ছে। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ বিগত বছরের ন্যায় এবারও দুর্গাপূজা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করায়  পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে বলেন, হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপনে পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনীর সহযোগিতা পেয়ে আসছে। অতীতের ন্যায় এবারও পুলিশ বাহিনীর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

সভায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাপস কুমার পাল, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জিতেন্দ্রলাল ভৌমিক ও সাধারণ সম্পাদক নারায়ন সাহা মনি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নির্মল চ্যাটাজী ও যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ , পুলিশ স্টাফ কলেজের রেক্টর ফাতেমা বেগম, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি (এডমিন এন্ড অপস্) মোঃ মোখলেসুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মোঃ মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) মোঃ আবুল কাশেম, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া প্রমুখ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর থেকে দুর্গাপূজার অনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এ বছর রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রায় ২৮ হাজারের বেশি মন্ডপে দুর্গাপূজা উদ্যাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *