দিনাজপুর শহরে এবার এক ইতালীয় নাগরিককে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে শহরের মির্জাপুর বিআরটিসি ডিপোর সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আহত ফাদার পিয়েরো পারোলারিকে (৫০) গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাবে ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এই ইতালিয়ান নাগরিক প্রায় ৩০ বছর ধরে সুইহারি ক্যাথলিক মিশন চার্চে কাজ করছেন। তিনি পেশায় একজন চিকিৎসক এবং স্থানীয় সাঁওতালদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
ওসি বলেন, “অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ওই ইতালীয় নাগরিককে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়।”
ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত।
ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা এবং রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও গুলিতে খুন হওয়ার দেড় মাসের মাথায় দিনাজপুরে এই ঘটনা ঘটল। এরই মধ্যে গত অক্টোবরে পাবনার ঈশ্বরদীতেও একটি গির্জার ফাদারকে গলা কেটে হত্যার চেষ্টা হয়।
স্থানীয়রা পুলিশকে বলেছেন, সুইহারি চার্চ থেকে সাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন ওই ইতালীয় নাগরিক। তার পেছন পেছন একটি মোটরসাইকেলে তিনজন যাচ্ছিল। মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট ছিল। অপর দুই আরোহীর গায়ে ছিল সাদা চাদর।
ওই সময় ডিপো থেকে বিআরটিসির একটি বাস বের হয়ে যায় এবং মোটরসাইকেলের পেছনে বসা একজন গুলি করে। এরপর বাস ডিপোর পাশের একটি গলি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে স্থানীয় কয়েকজনের ভাষ্য।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহতের ঘাড়ে গভীর ক্ষত রয়েছে। তার সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট দেখে আমরা গুলির বিষয়টি নিশ্চিত হয়েছি।”
উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।