ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত নজরুল একাডেমীর নতুন তিনতলা ভবনের উদ্ধোধন করা হয়েছে।
আজ সোমবার দুুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্ধোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এম.এ হান্নান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বি.এস.সির সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান শাহীন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার সুরুজ আলী মন্ডল, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন প্রমুখ।