ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘সেমিনার অন ইউজেজ অব ইলেক্ট্রোনিক্স রিসোর্স অ্যান্ড ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমস: সিনারিওস ইন দ্য ইউনিভার্সিটি লাইব্রেরিস অব বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে 

 Nazrul_University_2556251951

উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ এম এম শামসুর রহমান। সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. ফজলুল কাদের চৌধুরী।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম বলেন, আধুনিক প্রযুক্তি এবং অনলাইন যোগাযোগের মাধ্যমে বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়। লাইব্রেরিকেও ডিজিটালাইজড করার মাধ্যমে তা আজ আর কোনো ভবনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। মোবাইলের মতো লাইব্রেরিও আজ সবার সঙ্গে সর্বক্ষণ থাকছে।

 

এ সেমিনারে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *