তিস্তা সেতু দ্বিতীয়টার উদ্ধোধন হচ্ছে অবশেষে গাইবান্ধার সুন্দরগঞ্জে

গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহু প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২০ আগস্ট ২০২৫ সালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ সড়ক সেতু। সেতুটি উদ্বোধন করবেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্তণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।সোমবার এলজিইডি গাইবান্ধা অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী। তিনি জানানা, সেতুটি উদ্বোধনের দিন থেকে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রায় ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯.৬ মিটার প্রস্তের পিসি গার্ডার এই সেতুটি দেশের ইতিহাসে এলজিইডির সর্ববৃহৎ প্রকল্প। এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯২৫ কোটি টাকা। এছাড়াও সেতুর উভয়পাশে প্রায় ৩.৫ কি.মিটার নদী শাসন করা হয়েছে। গাইবান্ধা জেলা এলইডি কার্যালয় সূত্রে জানা যায়, সেতুটি নির্মিত হয়েছে গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ২৮ কি. মিটার দূরে জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরঘাট এলাকায়। এর অপর প্রান্তে কুড়িগ্রামের চিলমারী ঘাট। এ সেতু ঘিরে উভয় পাশে ৮৬ কি.মিটার সংযোগ সড়কের প্রস্ত বৃদ্ধি ও পাকা করা হয়েছে। সংযোগ সড়কটি কুড়িগ্রাম চিলমারী, সুন্দরগঞ্জ হরিপুর, বেলকাবাজার, পাচপীর ধর্মপুর গাইবান্ধা হাট লক্ষিপুর সাদুল্লাপুর কামারপাড়া ও ঢাকা – রংপুর মহাসড়কের ধাপেরহাটে সংযুক্ত হয়েছে। ফলে ঢাকা থেকে কুড়িগ্রামের দূরত্ব প্রায় ১৩৫ কি.মিটার কমে আসবে, সময় সাশ্রয় হবে ৩ থেকে ৪ ঘন্টা। সেতুটি চালু হলে দেশের উওরা চলের অন্যতম পশ্চাৎ পদ অঞ্চল গাইবান্ধা ও কুড়িগ্রাম এর আত্মসামাজিক উন্নয়নের দ্বার খুলে যাবে। কৃষি শিক্ষা ছাত্র সেবাও কর্মসংস্থানের ক্ষেএে বড় রকমের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা। এদিকে আয় বন্ধু কুড়িগ্রাম জেলার মতে সংযোগ সৃষ্টির লক্ষ্যে ২০১৪ সালে এই প্রকল্পটি অনুমোদিত হয়। ২০১৪ সালের ২৫ ভিডিও কনফারেন্সে মাধ্যমে সেতুর ভিত্তি প্রস্তুত উদ্বোধন করা হয় । ২০১৮ সালের ৫ নভেম্বর প্রকল্পটির দরপ্রাপ্ত আহ্বান করা হয়। নির্মাণ কাজের দায়িত্ব পান চীনের নির্মাণ কাজের দায়িত্বপান নির্মাণ প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ( সিএসসিইসি) ২০২১ সালে নির্মাণ কাজ শুরু হয়। এর পর ২০২৫ সালের ৪ জুলাই সেতুটি পরিদর্শনে আসেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় তার সঙ্গে ছিলেন এলজিউডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া। পরবর্তীতে চলতি বছরে ২ আগস্ট উদ্ভবনের তারিখ ঘোষণা করেন কর্তৃপক্ষ। সোমবার এক বিজ্ঞপ্তিতে সেই ২০ তারিখ এগিয়ে এনে বিচার আগস্ট উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *