তাহিরপুরে টানা বর্ষন ও পাহাড়ি ঢলে নিন্মাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

20-4

সুনামগঞ্জের তাহিরপুরে গত কয়েক দিনের টানা বর্ষন ও পাহাড়ি ঢলের পানিতে উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। পানি বন্দি হয়ে পড়ছে এ উপজেলার লক্ষাধিক অসহায় মানুষ। আরো পানি বাড়তে থাকলে সীমাহীন ভোগান্তিতে পড়তে হবে উপজেলা বাসীকে। বর্তমানে উপজেলার ২৩টি হাওর ও নদ-নদীগুলোতে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সপ্তাহ খানেকের ভারি বর্ষনে সীমান্তের ছোট-বড় ২০ছড়া দিয়ে প্রবল বেগে পাহাড়ী ঢলের পানি প্রবাহিত হচ্ছে। এ কারনে পাহাড় ধসের আতংকের মধ্যে রয়েছে চানপুর, টেকেরঘাট, লাকমা, লালঘাট, চাঁরাগাঁও, বাগলী সীমান্তে বসবাসকারী মানুষ হাজার হাজার পরিবার। তারা তাদের বসতবাড়ি ও ফসলি জমিগুলো রক্ষা করা নিয়ে পড়েছে মহাবিপদে।
এদিকে যাদুকাটা নদী দিয়ে পাহাড়ী ঢলের পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী বসতবাড়ি গুলো রক্ষা করার জন্য ঐ এলাকার লোকজন করছে পানির সাথে যুদ্ধ। অব্যাহত ভারি বর্ষন ও ঢলের কারনে পানি বেড়েছে উপজেলার নিন্মা অঞ্চল  বাগলী, ইছুবপুর, সোহালা, সত্রিশ, ইসলামপুর, লামাগাঁও, লামাগাঁও, শ্রীপুর, পাটাবুকা, মানিকখিলা গ্রামের রাস্তা-ঘাট ডুবে গেছে। উপজেলা ও জেলা শহর সহ আশে পাশের উপজেলা গুলোর সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্যার কারণে তাহিরপুর উপজেলার হাওর এলাকার দ্বীপ সাদৃশ্য গ্রাম গুলোতে বসবাসকারী মানুষ রয়েছেন উদ্বেগ আর উৎকন্ঠা মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *