তাজউদ্দীন আহমদের জন্য সারা বিশ্বে গাজীপুরের কাপাসিয়া একটু বেশি পরিচিত। আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেলাশী প্রগতি একাডেমি’র চিত্রাংকন প্রতিযোগিতায় শিশুদের উদ্দেশ্য গাজীপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও বাসস সিনিয়ির সাংবাদিক আতাউর রহমান শনিবার দুপুরে এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, রেজাউল হক বি এম কলেজ অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিট আহবায়ক নূরুল আমীন সিকদার, ইউপি সদস্য বিপ্লব, প্রধান শিক্ষক মন্জুরুল হক, আকতার হোসেন, মোজাম্মেল হক সিকদার, সাংবাদিক আসাদুল্লাহ মাসুম, লাভলী সুলতানা, মো: টিটু প্রমুখ।
জাতীয় পতাকা, স্মৃতিসৌধ, শহীদ মিনার, তাজউদ্দীন আহমদ, একটি বাড়ি একটি খামার, কম্পিউটার, নদী, দোয়েল, শাপলা, নিজ গ্রাম চিত্রাংকনের বিষয় ছিলো। প্রতিযোগিতায় গাজীপুর ক্যাডেট, আমরাইদ কিন্ডারগার্টেন, রাজেন্দ্রপুর পাবলিক স্কুল এন্ড কলেজ, হাতেখড়ি স্কুল, আল হেরা বিদ্যানিকেতন সহ ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু অংশগ্রহন করে।