ওয়ানডেতে ১৬ সাক্ষাতে এই প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে অলআউট করলো বাংলাদেশ।
মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল ১৬২ রানে। তখনও তাদের খেলার বাকি চার ওভার। প্রোটিয়া অষ্টম ও নবম উইকেট তুলে নেন মুস্তাফিজ ও নাসির হোসেন। ৪৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ পৌঁছে ১৬০/৯এ। পোটিয়াদের শেষ উইকেটটি তুলে নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এর আগে বল হাতে দ্বিতীয় উইকেট পান পেস তারকা রুবেল হোসেন। তিনি এলবিডব্লিউর ফাঁদে ফেলেন প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিসকে। প্রোটিয়া ইনিংসে শেষ প্রকৃত ব্যাটসম্যান জেপি ডুমিনিও এর আগে ফিরে যান সাজঘরে । এতে ম্যাচে মুস্তাফিজ পান দ্বিতীয় উইকেট। ৩১.৫তম ওভারে মুস্তাফিজের পেসে সাব্বির রহামনের হাতে ক্যাচ দেন ডুমিনি। ৩৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১৭/৭। মাহমুদুল্লার অফ স্পিনে পরিষ্কার এলবিডব্লিউ থেকে ডু প্লেসি বেঁচে যান আম্পায়ারের ভুলে। তবে ডু প্লেসিকে ঠিকই সাজঘরের পথ দেখালেন নাসির হোসেন। এতে ২৮.৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৯৩/৫এ। ইনজুরি কাটিয়ে আগের ম্যাচে ব্যাট হাতে প্রথম বলেই নিজের উইকেট দেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে প্রথম ওভারেই আঘাত হানলেন এ বাংলাদেশী অলরাউন্ডার। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে মাহমুদুল্লাহ তুলে নেন প্রোটিয়া মারকুটে ব্যাসটসম্যান ডেভিড মিলারের উইকেট। ২৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৭৪/৪এ। বাংলাদেশ দলের সেরা স্পিনার কে? প্রোটিয়া ব্যাটসম্যানদের রায় নাসির হোসেন। আর এমন রায়ের যৌক্তিকতা দেখালেন নাসির দ্বিতীয় ম্যাচে নিজের দ্বিতীয় বলেই। এতে ইনফর্ম প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুসোর স্টাম্প উপড়ে নেয় নাসিরের অফ স্পিন । এতে ১৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৫৯/৩।