গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় সফিকুল ইসলাম (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে টঙ্গীর সেনাকল্যাণ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সফিকুল ইসলাম জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিন্না গ্রামের মো. মফিজুল ইসলাম তালুকদারের ছেলে। তিনি ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশ জানায়, শনিবার সকালে সফিকুল টঙ্গী থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
টঙ্গী থানার এসআই মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে।