গাজী টেলিভিশন-এর সিলেট প্রতিনিধি হিসেবে
নিয়োগ পেয়েছেন সাংবাদিক বিলকিস আক্তার সুমি।
গত ১লা জুলাই থেকে টেলিভিশন কর্তৃপক্ষ তাকে সিলেটের প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
বিলকিস আক্তার সুমি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছেন। সম্প্রতি তিনি জিটিভিতে কাজ শুরু করেন। অবশেষে জিটিভি কর্তৃপক্ষ গত ১লা জুলাই থেকে তাকে সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেন।
বিলকিস আক্তার সুমি বর্তমানে দৈনিক সবুজ সিলেটের সিনিয়র চিত্রগ্রাহক ও বাংলার চোখ’র সিলেট প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে তিনি চ্যানেল আই ও বাংলাভিশনের ক্যামেরাপার্সন হিসেবে কাজ করেছেন।
বিলকিস আক্তার সুমি সিলেটে প্রথম নারী ক্যামেরাপার্সন হিসেবে কাজ শুরু করেছিলেন। পাশাপাশি তিনি রিপোটিংয়ে কাজ করেন। এছাড়া ফিচার সহ সাহিত্যের নানা দিকে বিচরন রয়েছে তার।
এখন থেকে জিটিভির রিপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্যর জন্য ০১৭১২-৬০০৬৩৯ নম্বরে যোগাযোগ করার জন্য সকল মহলকে অনুরোধ জানিয়েছে সুমি।