জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলকাতায় যাচ্ছেন

Gazipur-1-_03_September_2015-NU1

নেতাজী সুভাষ চন্দ্র বসুর জ্যেষ্ঠভ্রাতা শরৎ চন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ কলকাতায় যাচ্ছেন।

শরৎ বসু একাডেমীর আমন্ত্রণে ওই অনুষ্ঠানে তিনি ‘১৯৪৭ সালের দেশ বিভাগ কি অনিবার্য ছিল?’ বিষয়ে একক বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। শুক্রবার তিনি সস্ত্রীক কলকাতার উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন এবং আগামী ৮ অক্টোবর দেশে ফিরবেন। তার অনুপস্থিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ নোমান উর রশীদ উপাচার্যের রুটিন দায়িত্বে থাকবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *