জরিমানা মীনা বাজার-আগোরা- নান্দোসকে

12-12-15-Dhanmondi_Sayed Khakan Mobile Cout-4

ভেজাল পণ্য, পঁচা মাছ ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে রাজধানীর রিটেইল শপ মীনা বাজার, আগোরা ও নান্দোসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  এদের মধ্যে মীনা বাজারের শান্তিনগর আউটলেটকে দুই লক্ষ টাকা, আগোরার ধানমন্ডি আউটলেটকে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)  এর মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনটি প্রতিষ্ঠানেই অভিযান চালান। দুপুরের দিকে মেয়রের নেতৃত্বে ওই অভিযানে ডিএসসিসির দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল সোয়েব ও মামুন অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *