গাজীপুরে শেখ ফজিলাতুন্নেসা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

SFMMKPJ_Hospital-300x210

স্বাথ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গ্রামে ও প্রতিটি জেলার প্রত্যন্ত এলাকার হাসপাতালের জন্য গত বছর ৬ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে এবং দু একটি ব্যতিক্রম ছাড়া তারা সেখানে কাজ করছেন।

তিনি রবিবার দুপুরে গাজীপুরের তেতুইবাড়িতে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে দেশের খ্যাতিমান বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, এখন থেকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে সকল রোগ বিষয়ে দেশের প্রথিতযশা ও খ্যাতিমান অধ্যাপক চিকিৎসকরা রোগীদের সেবা দেবেন। সভায় মন্ত্রী হাসপাতালের প্রয়োজন ছাড়া অপয়োজনে যন্ত্রপাতি কেনার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ হাবিবে মিল্লাত, অধ্যাপক ডাঃ আফম রুহুল হক, অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ ও হাসপাতালের সিইও সাইজা নূর হানাফিয়া। মতবিনিময় সভায়, গাইনী, ইউরোলজি, অর্থোপেডিক, চর্ম, হেপাটলজি, বক্ষব্যাধি, কার্ডিওলজি, নাক কান গলা বিষয়ের বিশেষজ্ঞ দেশের ২০ জন খ্যাতিমান ডাক্তার অংশ নেন। এখন থেকে এই ডাক্তাররা ওই হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১৪ জানুয়ারি ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর ২০১৩ সালের ১৮ নবে¤^র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতোসিরি মোহাম্মদ নজিব বিন তুন আবদুল রাজাক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোটবোন শেখ রেহানা যৌথভাবে এই হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন।
মালয়েশিয়ার সেবা সংস্থা কামপুলান পেরুতান জহর(কেপিজে) এই আধুনিক হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। এটি পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ পদ্ধতিতে বাস্তবায়িত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *