গাজীপুরে একটি কালভার্টের নীচ থেকে অজ্ঞাত এক শিশুর (মেয়ে) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর পরিচয় পাওয়া যায় নি। বয়স আনুমানিক চার বছর। তার পরনে কোন কাপড় ছিল না।
জয়দেবপুর থানার এসআই মো. ফিরোজ জানান, বিকেলে টেকনগরপাড়া একটি কালভার্টের নীচে পানিতে ওই শিশুর লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লাশটি অর্ধগলিত ছিল। তার শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুই–তিনদিন আগে দুর্বৃত্তরা শিশুটিকে হত্যার পর ওই কালভার্টের নীচে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।