গাজীপুর সিটি করপোরেশনের ভোড়া এলাকার একটি আম গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত যুবকের নাম নূরে আলম ফরহাদ (৩৫)। তিনি ভোড়া এলাকার মইজ উদ্দিনের ছেলে এবং বিএনপি নেতা ও শহরের কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক জিএস মনির হোসেনের ছোট ভাই।
জয়দেবপুর থানার এসআই সিরাজুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে একটি আমগাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় পেঁচানো অবস্থায় ফরহাদের ঝুলন্ত লাশ দেখে স্বজনরা থানায় খবর দেয়। পরে সকাল পৌণে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।